রাজ্য জুড়ে বিভিন্ন ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা চলছে। আপাতত ভারী গাড়ি চলাচল বন্ধ রয়েছে কালীঘাট ব্রিজে। বিশেষ করে পণ্যবাহী গাড়ির চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তাও অনেক সময়েই নির্ধারিত সীমার বেশি উচ্চতায় মাল বোঝাই করে বিভিন্ন ব্রিজে লরি বা ট্রাক চলাচল করে। সেটাই বন্ধ করতে এ বার উদ্যোগ নিয়েছে কে এমডিএ। কালীঘাট ব্রিজে বসানো হচ্ছে হাইট বার।
প্রতিদিন বিভিন্ন রুটের ৬০০-র বেশি বাস চলে টালা ব্রিজ দিয়ে। সেই সব বন্ধ করে দিচ্ছে প্রশাসন। পুজোর পরে ফের ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ভারী গাড়ি, পণ্যবাহী ট্রাক চলাচলের কারণে টালা ব্রিজের মতো কালীঘাট ব্রিজের অবস্থাও খারাপ। তাই দ্রুত সেখানে মেরামতির কাজ শুরু করার নির্দেশিকা জারি হয়েছে। জানানো হয়েছে, শিগগির টেন্ডার অনুযায়ী এই কাজ শুরু করা হবে।
কালীঘাট ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার জন্য আপাতত ভারী গাড়ি চলাচল বন্ধ রয়েছে এই ব্রিজে। তবে এ বার ভারী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে পাকাপাকি ভাবে হাইট বার বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ। জানা গিয়েছে তিন মাসের মধ্যে এই হাইট বার বসানোর কাজ শেষ করতে হবে।