আজ পঞ্চমী। শুরু হয়ে গেছে পুজোয় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এ রাজ্যে। আনন্দ মাটি হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে বাংলা। একই আতঙ্ক দানা বেঁধেছে উত্তর-পূর্বেও। মহাষষ্ঠী থেকেই সেখানকার রাজ্যগুলিতে প্রবল বৃষ্টি শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ সকালেও বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। স্বাভাবিক ভাবেই আকাশের সঙ্গে সাধারণ মানুষেরও মুখ ভার।
আজ সকাল সাতটা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৫.৯ মিমি। আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। সেই সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ এবং আগামিকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ এবার পুজোয় দুর্যোগের ভ্রুকূটি কিন্তু থাকছেই।
ষষ্ঠী থেকে অর্থাৎ দেবীর বোধনের দিন থেকেই বিক্ষিপ্তভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। তবে নবমী থেকে পরিস্থিতি বদলাতে পারে এমন পূর্বাভাসও রয়েছে আলিপুর হাওয়া অফিসের। নবমী থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, যা চলবে দশমী পর্যন্ত। পুজোর দিনগুলো কেমন কাটবে তৈরি হচ্ছে সেই আশঙ্কা!