বাংলায় এসে ফের হিন্দী ভাষার পক্ষে সওয়াল করলেন বিজেপি নেতা তথা মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘হিন্দী না শিখলে ভুগতে হবে। বাংলায় চাকরি নেই। তাই এই ভাষা শিখতে হবে’। একইসঙ্গে এনআরসি নিয়ে সওয়াল করার পাশাপাশি যাদবপুরের ছাত্রদের ‘ফ্যাসিস্ত’ বলেও দেগে দিলেন তথাগত।
হিন্দি ভাষার পক্ষে সওয়াল করে তথাগত রায় বলেন, ‘বাংলায় চাকরি নেই তাই বাঙালি ছেলেদের হিন্দী শিখে লাভ হবে’। আরও বলেন, ‘হিন্দী ভাষা না শিখলে ভুগতে হবে’। আর এই কারণেই হিন্দী ভাষার পক্ষে ট্যুইট করেছেন বলে ফের বিতর্ক উস্কে দেন তিনি।
এনআরসি এবং উদ্বাস্তু নিয়ে তাঁর তত্ত্বে অটল থেকে তথাগত রায় বলেন, ‘শরণার্থীদের আশ্রয় দেওয়া যে কোনও দেশের আশু কর্তব্য। যদি না তাঁরা দেশের নিরাপত্তার ক্ষেত্রে বিপদের কারণ হয়ে ওঠে’। রোহিঙ্গারা বাংলাদেশের বিপদের কারণ হয়েছে, তাহলে এদেশে তারা জায়গা কী করে পেতে পারে, সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দাবি করেন, রোহিঙ্গাদের মধ্যে উগ্রপন্থী রয়েছে।
বামপন্থী ছাত্রদের নাম না করে ‘অনাচার’ করা ছাত্রদের ‘ফ্যাসিস্ট’ বলে বিঁধে তথাগত রায় বলেন, ‘যাদবপুরে একজনের জীবন সংশয় হয়েছিল। তিনি বিনা কারণে ফ্যাসিস্টদের সম্মুখীন হন, এক মহিলাকে গায়ে হাত দিয়ে হেনস্থা করা হয়েছিল, রাজ্যপালকে মানবিক কারণে যেতে হয়েছিল’।