বিশ্ব মহানাগরিক সম্মেলনে কোপেনহেগেন যাচ্ছেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। দশমীর পরের দিনই তিনি ডেনমার্কের উদ্দেশ্যে রওনা দেবেন৷ ৯ অক্টোবর পৌঁছবেন। বিকেলেই যোগ দেবেন আন্তর্জাতিক মেয়র সম্মেলনে। তিনদিন ডেনমার্কে কাটিয়ে নেদারল্যান্ডে যাবেন ‘জল ধরো, জল ভরো’ কর্মসূচী পরিদর্শনে।
উড়ালপুলে বৃষ্টির জল ধরে তা কিভাবে সংরক্ষণ ও ব্যবহার করা যায় তা হাতে কলমে দেখতে আমস্টারডামে একাধিক ক্ষেত্রে যাবেন তিনি। ফেরার সময় প্যারিসের মেয়রের সঙ্গে সৌজন্য বৈঠক সেরে কলকাতা ফিরবেন ১৭ তারিখ।
প্যারিস, লিসবন, রোম, বাংলাদেশের মেয়রও এবার যাচ্ছেন কোপেনহেগেন। বিশ্বের সমস্ত নামী শহরের উন্নয়নের সঙ্গে যুক্ত সংগঠন সি-৪০ সংগঠনের বর্তমান চেয়ারম্যান প্যারিসের মেয়র অ্যানে হিডালগোর বিশেষ আমন্ত্রণে এই কর্মসূচীতে যোগ দিচ্ছেন ফিরহাদ হাকিম।