তামিল ও সংস্কৃতের মতো প্রাচীন ভাষার কাছে হিন্দী হল ‘ডায়পারে ছোট্ট শিশু।’ এ কথা বললেন মাক্কাল নিধি মাইয়াম-এর প্রধান তথা অভিনেতা কমল হাসান।
চেন্নাইয়ের লয়োলা কলেজে ‘ভাষা নিয়ে রাজনীতি’ শীর্ষক আলোচনায় এক ছাত্রের প্রশ্নের জবাবে অভিনেতা কমল হাসান বলেন, ‘ভাষা পরিবারের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ হল হিন্দী। সেই ভাষার প্রতিও আমাদের যত্নবান হতে হবে কারণ সেটিও আমাদেরই শিশু। অবশ্যই আমরা তার যত্ন নেব। তামিল, তেলুগু ও সংস্কৃতের তুলনায় এটি হল কনিষ্ঠতম।’
তিনি আরও বলেন, ‘হিন্দী একটা ভালো ভাষা, তবে এটি চাপিয়ে দেওয়া উচিত হবে না। আমরা এই ভাষার উপহাস করছি না। বরং এর প্রতি আমরা দয়াশীল। আমাদের গলায় এটি জোর করে বসিয়ে দেবেন না।’
কেন্দ্রের নয়া ভাষা নীতিতে সবচেয়ে সোচ্চার হয়েছিল দক্ষিণ ভারত। হিন্দীকে বাধ্যতামূলক করার প্রশ্নে সেই সময়ও সরব হয়েছিলেন কমল হাসান।