মঙ্গলবার ক্যানিংয়ে পুজো উদ্বোধনে এসেছিলেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি বললেন, পুজোয় বেশি করে দুঃস্থদের পাশে দাঁড়াতে।
অভিষেক বলেন, “দুর্গাপুজোর অনুষ্ঠানে ফ্লেক্সের ব্যবহার কম করুন। একটি বা দুটি ফ্লেক্স দিয়ে গোটা পুজোটা সম্পন্ন করুন। ফ্লেক্সের টাকা দিয়ে গরিব মানুষকে সাহায্য করুন”। তিনি আরও বলেন, “ একটা পুজো উদ্বোধনে হাজার হাজার টাকা খরচ করা হয়। অথচ বহু গরিব মানুষ পুজোয় জামা কাপড় কিনতে পারেন না। বহু দুঃস্থ মানুষকে আমি আমার সাংসদ এলাকার টাকা দিয়ে জামা কাপড় তুলে দিই। আপনারাও পুজোর খরচ বাঁচিয়ে তাই করুন”।
এদিন নাম না করে আরএসএসের নিন্দা করে তিনি বলেন, “ রাস্তায় হাফপ্যান্ট পরে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকলেই ধর্ম কর্ম হয় না। আমরা তৃণমূল সরকার। মানুষের পাশে থেকে সকলের জন্যে কাজ করাই আমাদের লক্ষ্য”। এদিন রাজ্যের মানবিক কর্মসূচীও তুলে ধরেন তিনি।