বাঙালির সর্ব শ্রেষ্ঠ উৎসব দোরগোড়ায়। আজ চতুর্থী। বাঙালি একবছরের অপেক্ষার শেষ। কিন্তু পুজোয় আবহাওয়া কেমন থাকবে সে নিয়ে সবারই মাথায় চিন্তার ভাজ৷ যদিও তৃতীয়াতেই আশার বাণী শুনিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস বৃষ্টির পরিমাণ বা স্থায়িত্ব কমলেও এখনই বিদায় নিচ্ছে না বর্ষা। বরং সারা পুজোতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, অষ্টমী পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা সহ অন্যান্য জেলায়। দিনে আধঘণ্টার বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নবমী এবং দশমীতে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ এবং স্থায়িত্ব দুইই। ফলে পুজোর শেষ দুদিন দুর্যোগের সম্ভাবনা থাকছে।
তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও দুর্যোগের হাত থেকেই এখনই রেহাই নেই উত্তরবঙ্গের। পুজোর সময় সেখানে ভালোই বৃষ্টি হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
অক্টোবর চতুর্থীর দিন সকাল থেকে বেশ রোদঝলমলে আবহাওয়াই ছিল দক্ষিণবঙ্গে। কিন্তু বেলা বাড়তেই বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা হয়েছে আকাশ। গত কয়েকদিনের তুলনায় আজ তাপমাত্রাও খানিক বেশি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। তবে আকাশে মেঘ জমলেও হাল্কা ঠান্ডা হাওয়াও বইছে সকাল থেকেই।