লোকসভা নির্বাচনের পর থেকেই ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে একের পর এক জায়গায় হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এখনও তার বিরাম নেই। এবার ফের ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে এক হোটেলে হামলা চালাল গেরুয়া বাহিনী। উঠল অতিথিদের হেনস্থার অভিযোগও।
রমরমিয়ে হোটেলে চলেছে মধুচক্র, দেহব্যবসা, এই অভিযোগে দুর্গাপুরের বাঁশকোপায় হোটেলে হামলার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দিতে হোটেলে চড়াও হন বিজেপি কর্মীরা। হোটেল মালিক অভিযোগ করেছেন, তোলাবাজির জন্যই এই হামলা। দুর্গাপুরের বাঁশকোপা টোল প্লাজার কাছে অবস্থিত হোটেলটি।
ঘটনার খবর পেয়ে কাঁকসা থানার পুলিস হোটেলে পৌঁছয়। ৬ অতিথি ও হোটেল মালিককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিস। হামলার ঘটনায় কাঁকসা থানায় অভিযোগ দায়ের করেছেন হোটেল মালিক সুব্রত বন্দ্যোপাধ্যায়। পুলিসের কাছে হামলার সিসিটিভি ফুটেজও জমা দিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।
সূত্রের খবর, সোমবার রাতে রিসেপশনে ঢুকে পড়ে একদল লোক। হোটেলের কর্মীদের ধাক্কাধাক্কি করে তারা। ছিনিয়ে নেয় হোটেলের রেজিস্টার। এরপর হোটেলের চার তলায় উঠে যায় হামলাকারীরা। হোটেলের চারতলায় ৩টি রমে ঢুকে তাণ্ডব চালানো হয় বলেও অভিযোগ। আরও অভিযোগ, অতিথিদের ছবি-ভিডিও তোলা হয়। এমনকি মহিলা অতিথিদের শ্লীলতাহানির চেষ্টাও করা হয়। প্রায় মিনিট চল্লিশ ধরে চলে এই তাণ্ডব। হোটেল কর্মী থেকে অতিথিদের অভিযোগ, হামলাকারীরা ‘মত্ত’ অবস্থায় ছিল।