যেন মগের মুলুক! উৎসবে গরবা ও ডান্ডিয়া খেলতে গেলেও দেখাতে হবে আধার কার্ড। হ্যাঁ, আধার কার্ড না থাকলে গরবা ও ডান্ডিয়া খেলতে দেওয়া হবে না। অনুষ্ঠানেই ঢুকতে দেওয়া হবে না। হায়দ্রাবাদে গরবা ও ডান্ডিয়া অনু্ষ্ঠানের উদ্যোক্তাদের একথা সাফ জানিয়ে দিল কট্টর হিন্দুপন্থী সংগঠন বজরং দল। অনুষ্ঠানের উদ্যোক্তাদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়ে তারা জানিয়েছে, গরবা ও ডান্ডিয়া অনুষ্ঠানের প্রবেশ পথে যে বাউন্সার দাঁড়িয়ে থাকবেন, তাঁর কাজ হবে জনে জনে প্রত্যেকের আধার ভাল করে দেখে অনুষ্ঠানে ঢুকতে দেওয়া। অহিন্দু যুবক যুবতিদের যাতে কোনওভাবেই এই অনুষ্ঠানে ঢুকতে না দেওয়া হয়, সে বিষয়েও উদ্যোক্তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
চিঠিতে একথাও বলা হয়েছে যে, ‘অহিন্দু যুবকেরা এই ধরণের অনুষ্ঠানে গিয়ে মহিলাদের অভব্য অশালীন আচরণ করে। মেয়েদের প্রেমের ফাঁদে ফেলার চেষ্ঠা করে। কেউ তার বিরোধিতা করলে তাঁদেরও ধরে মারধর করা হয়। লাভ জিহাদ রুখতেই এই পদক্ষেপ।’ বজরং দলের আহ্বায়ক এস কৈলাস জানিয়েছেন, ‘অনেক সময়ে দেখা যায়, অনুষ্ঠানের নিরাপত্তার জন্য অহিন্দু বাউন্সার নিয়োগ করেন উদ্যোক্তারা। আর সেই কারণেই অহিন্দু যুবকেরা এই ধরণের অনুষ্ঠানে ঢুকে পড়তে পারে। তাই বাউন্সার হিসাবে একজন হিন্দুকেই নিয়োগ করতে হবে। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর কর্মীরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে। এই ধরণের যদি কোনও ঘটনা ঘটে, তাহলে বজরং দল অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে।’