পুজোর প্রাক্কালে কলকাতা ভাসছে বৃষ্টিতে। মাথায় হাত আয়োজক থেকে শুরু করে আমজনতা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে যখন এই চিত্র তেমনই ভাসছে উত্তরপ্রদেশ ও বিহার। গত চারদিন ধরে নাগাড়ে বৃষ্টির জেরে ৭৩ জনের মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে। এই পরিস্থিতির মধ্যে আবহাওয়া দপ্তর ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এদিকে বিহারের পাটনায় প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বিহার। যার জেরে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে একটি শিশু রয়েছে বলে খবর। বাকি চারজনের মৃত্যু হয়েছে গয়ায়। মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে। রবিবার সকালে পাটনা–সহ বিহারের অন্যান্য অঞ্চলে বহু ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি জম্মু–কাশ্মীর, উত্তরাখণ্ড, রাজস্থান এবং মধ্যপ্রদেশেও প্রবল বর্ষণ হয়েছে।
লখনউ, আমেঠী, হরদৈ–সহ অন্যান্য জেলায় প্রবল বর্ষণের কারণে স্কুল বন্ধ রাখা হয়েছে।
অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে রেল ও সড়ক পথ। বাতিল করা হয় ১০টি প্যাসেঞ্জার ট্রেন। বাতিল করা হয় দুরপাল্লার ট্রেনও। বৃষ্টির জেরে এখানে ১৪ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গুজরাট লাগোয়া আরব সাগরে একটি নিম্নচাপের জন্ম হয়েছে। যা নিম্নচাপ অক্ষরেখা উত্তর–পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।