কলকাতা তনয়া নীনা গুপ্তর কৃতিত্বকে কুর্নিশ জানাচ্ছে দেশবাসী। বিজ্ঞানে তাঁর অসাধারণ সাফলতা তাঁকে এনে দিয়েছে দেশের সর্বোচ্চ সম্মান ভাটনগর পুরষ্কার। বিজ্ঞানের গবেষণায় সেরার সন্মান পেয়ে তিলোত্তমার নাম উজ্জ্বল করেছেন। এই বছরের প্রাপকদের মধ্যে একমাত্র নীনাদেবীই রাজ্যে গবেষণারত।
নীনা গুপ্ত বরাহনগরের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের (আইএসআই) রাশিতত্ত্ব ও গণিত বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। বেথুন কলেজের এই প্রাক্তনী ইতিমধ্যেই ‘জারিস্কি ক্যানসেলেশন প্রবলেম’–এর সমাধান বাতলে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন। রুশ গণিতজ্ঞ অস্কার জারিস্কির নামাঙ্কিত এই গাণিতিক সমস্যা সাত দশক ধরে অমীমাংসিত ছিল। দেশের নতুন প্রজন্মের গণিতজ্ঞদের মধ্যে অগ্রগণ্য নীনাদেবী পেয়েছেন রামানুজন পুরস্কারও।
ছয় তরুণ বিজ্ঞানী এই বছর ভাটনগর পুরষ্কার পেয়েছেন। তার মধ্যে কলকাতায় গবেষণারত একজনই। তিনি নীনা গুপ্ত। একমাত্র মহিলা বিজ্ঞানী। গণিতে তাঁর গবেষণার জন্যই এই সম্মান দিয়েছে কেন্দ্রীয় সরকার। ৩৫ বছরের নীনা গুপ্তই ভাটনগর পুরষ্কার প্রাপকদের তালিকায় সর্বকনিষ্ঠ। মা জ্ঞানলতা গুপ্তের কাছ থেকেই অঙ্কের প্রতি তিনি অনুপ্রেরণা পেয়েছেন বলে জানিয়েছেন।