ইভিএম-ভিভিপ্যাটে গড়বড় করা সম্ভব বলে মনে করেন প্রাক্তন আইএএস অফিসার কান্নন গোপীনাথন। একটি টুইটে তিনি সাফ লিখেছেন, ‘এখন ভিভিপ্যাট মেশিনের সাহায্যে ইভিএম–এ গড়বড় করে ভোটদান নিজেদের পক্ষে করা অতি সহজ’।
গোপীনাথন ওই টুইট পোস্টে বিস্তারিতভাবে লিখেছেন, ‘ইভিএম–এর পক্ষে এর আগে আমার করা সওয়াল নিশ্চয়ই আপনারা ভোলেননি। কিন্তু প্রথম থেকেই ভিভিপ্যাটের উপর আমার কোনও ভরসা নেই। ভিভিপ্যাট ইভিএম–এ একটা ছিদ্র তৈরি করে দিয়েছে। তার সুরক্ষাকবচ নষ্ট করে দিয়েছে। ফলে ইভিএম হ্যাক করা খুব সহজ হয়ে উঠেছে। কারণ আগের মতো আর ব্যালট ইউনিট বা বিইউ কন্ট্রোল ইউনিট বা সিইউ–র সঙ্গে এখন আর সরাসরি যুক্ত থাকছে না। এটা ভিভিপ্যাটের দ্বারা সংযুক্ত হচ্ছে। যার অর্থ বিইউ–র নীল বোতাম টিপলে সেটা সিইউ-তে রেজিস্ট্রার হচ্ছে না। কিন্তু ভিভিপ্যাট যেটা বলছে সিইউ–কে সেটা হচ্ছে’। ভোট রেজিস্ট্রার সম্পর্কে গোপীনাথনের স্পষ্ট বিশ্লেষণ, ‘মানুষের সামনে কাগজের স্লিপে যেটা বেরোচ্ছে ভিভিপ্যাট থেকে সেটা একরকম। আর আসল ভোট যেটা সিইউ–তে পড়ছে সেটা আলাদা।’
গোপীনাথনের অভিযোগের জবাবে নির্বাচন কমিশনের সাফাইয়ে বলেছে, গোপীনাথন পদত্যাগের পর যে অভিযোগ এনেছেন নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে, সেই অভিযোগের ভিত্তিতে তাঁর কাছে কোনও প্রমাণ নেই।
উল্লেখ্য, জম্মু–কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর সেখানে ‘গণতন্ত্রের কণ্ঠরুদ্ধ হচ্ছে’ এবং তাঁর পক্ষে দমবন্ধ করা পরিবেশে কাজ করা অসম্ভব বলে চাকরি থেকে ইস্তফা দেন ২০১২ ব্যাচের আইএএস অফিসার কান্নন গোপীনাথন। দাদরা–নগর হাভেলির জেলা নির্বাচনী অফিসার এবং রিটার্নিং অফিসার ছিলেন তিনি।