শৈশবে অপুষ্টির শিকার কমবেশি এই দেশের সব প্রান্তই। দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে তুলনা করলে তামিলনাড়ু ছাড়া প্রায় সকলের চেয়েই ভালো অবস্থানে রয়েছে বাংলা। এমনকী, দেশীয় গড়ের চেয়েও এগিয়ে রয়েছে এ রাজ্য। শুক্রবার নয়া দিল্লীতে এ কথা জানান খাদ্য বিষয়ক রাষ্ট্রপুঞ্জের এক শীর্ষস্থানীয় কর্তা বিশো প্যারাজুলি।
রাষ্ট্রপুঞ্জের ওই কর্তা জানান, অপুষ্টির থাবা শিশুদের জীবনে পশ্চিমবঙ্গের চেয়ে ঢের বেশি গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশের মতো রাজ্যে। সে রক্তাল্পতা হোক বা মস্তিষ্কের বৃদ্ধি কিংবা ওজন, সবের নিরিখেই বাংলার অবস্থান ভালো।
প্যারাজুলির ব্যাখ্যা, “শিশুদের অপুষ্টি পশ্চিমবঙ্গে আছে বটে, তবে তা অন্যান্য অনেক রাজ্যের তুলনায় ঢের কম। এ ব্যাপারে বেশ খারাপ অবস্থা উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, বিহার, ঝাড়খণ্ড, ওডিশার মতো রাজ্যগুলির। তাই প্রথম দফায় ফর্টিফায়েড রাইস উৎপাদনের কর্মসূচি ওই সব অপুষ্ট রাজ্যগুলিতেই নেওয়া হয়েছে”।