বাম সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা সত্বেও ক্ষমতায় এসেই রাজ্যের সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও যাবতীয় ওষুধ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর কাছে অঙ্গীকারবদ্ধ মমতা যে ইতিমধ্যেই তাঁর কথা রেখেছেন তা জানতে আর বাকি নেই কারও। এবার জানা গেল, মমতার নেতৃত্বে রাজ্যে সরকার গঠন হওয়ার পর বাংলায় স্বাস্থ্য বাজেট বেড়েছে ৩ গুণ। ২০১১ সালের আগে স্বাস্থ্যখাতে বরাদ্দ ছিল ৩ হাজার ৫০০ কোটি টাকা। আর চলতি অর্থ বছরে সেটা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬০০ কোটি টাকা। তাই সরকারি পরিকাঠামোয় স্বাস্থ্য পরিষেবায় বাংলা সবার আগে। এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব বিনোদ কুমার। এর পুরো কৃতিত্বই তিনি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে।
বৃহস্পতিবার কলকাতার কলকাতার একটি বেসরকারি হোটেলে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) -এর আয়োজনে বসেছিল ১৪ তম হেলথকেয়ার ইস্ট-এর আসর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিআইআই পূর্বাঞ্চলীয় হেলথকেয়ার সাব কমিটির চেয়ারম্যান তথা আমরি গ্রুপের সিইও রূপক বড়ুয়া। উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব ছাড়াও কলকাতায় নিযুক্ত নেপালের কনসাল জেনারেল একনারায়ণ আরিয়াল, অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল অ্যান্ড্রু ফোর্ড প্রমুখ। তাঁরা সকলেই কলকাতার স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে ঢালাও প্রশংসা করেন। স্বাস্থ্য সচিব জানান, বর্তমান সরকারের আমলে রাজ্যে ৪২টি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠেছে। বাম আমলে বাংলায় ছিল মাত্র ১০টি মেডিক্যাল কলেজ। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ২৩টিতে। বেসরকারি ক্ষেত্রেও বাংলায় চিকিৎসা ব্যবস্থা উন্নতির কথা বলেন তিনি। জানান, বেশ কয়েকটি ক্ষেত্রে বাংলার স্বাস্থ্য সূচক গোটা দেশের থেকে এগিয়ে।