হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানের শেষে নৈশভোজে গিয়ে ধোকলা চুরি করলেন এক গুজরাতি দম্পতি। গোটা দৃশ্য হয়েছে ক্যামেরাবন্দী। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। স্বাভাবিকভাবেই গুজরাতি দম্পতির ওই কাজে মাথা হেঁট হল ভারতীয়দের।
ভিডিওতে দেখা যাচ্ছে. হাউডি মোদীর অনুষ্ঠান শেষে এক গুজরাতি দম্পতি নৈশভোজ সারছেন। খাবার টেবিলে রয়েছে ধোকলা এবং জিলিপি। প্রবীণ মহিলা ধোকলা খেতে খেতেই আড়াল করে কয়েকটা টপাটপ সরিয়ে ফেললেন। টেবিলের নিচে থাকা কোনও থলিতে তিনি ধোকলা গুলি ঢুকিয়ে নিচ্ছেন বলেই মনে হচ্ছে ভিডিও দেখে। এই সময় সামনে থাকা কোনও ব্যক্তি লুকিয়ে ওই মহিলার এসব কাণ্ডকারখানা ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায় মুহূর্তে।
ভিডিও ভাইরাল হতেই ওই মহিলার নিন্দায় সরব হন নেটিজেনরা। অনেকেই বলছেন, প্রধানমন্ত্রীর এ হেন সম্মানীয় অনুষ্ঠানে এই কাণ্ড ঘটিয়ে আসলে নিজের দেশেরই মাথা কাটালেন ওই মহিলা। তবে এখনও ওই গুজরাতি দম্পতির পরিচয় জানা যায়নি।