ফের জটিলতা দেখা দিল ভারত-মার্কিন বাণিজ্য নিয়ে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন, আমেরিকা থেকে ভারতে আসা অ্যাপল-এর মতো দামি স্মার্টফোন, স্মার্ট-ঘড়ির উপরে শুল্ক কমানো বা তুলে নেওয়া হোক। অন্যদিকে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, তাতে চিন-হংকংয়ের ফায়দা হবে। তার বদলে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প সফল করতে অ্যাপল-ই ভারতে কারখানা খুলুক।
যা মেনে নিতে রাজি নন ডোনাল্ড ট্রাম্প। তিনি চান, নরেন্দ্র মোদী আমেরিকার কৃষি এবং ডেয়ারি পণ্যের জন্য ভারতের বাজার আরও বেশি করে খুলে দিন। কিন্তু ভোটের কথা খেয়াল রেখে চাষি-পশুপালকদের কথা ভেবে বিজেপি নেতৃত্ব আপাতত তাতে নারাজ। ট্রাম্প চাইছেন, মোদী সরকার হৃদ্রোগের চিকিৎসার স্টেন্টের দামে ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে, তা তুলে নেওয়া হোক। তাতে মার্কিন সংস্থার ফায়দা হলেও সাধারণ মানুষের ক্ষোভ বাড়বে বলে মোদী সরকার এখনও তা করতে নারাজ।
উল্টে মোদী সরকার চাইছে, ভারত থেকে রফতানি করা ইস্পাত, অ্যালুমিনিয়াম থেকে বাড়তি শুল্ক তুলে নিন ডোনাল্ড ট্রাম্প। এ দেশে কৃষি ও ইঞ্জিনিয়ারিং পণ্যের জন্য আরও বেশি করে মার্কিন বাজার খুলে দেওয়া হোক। এ ছাড়া, ই-কমার্স নীতি এবং এ দেশে বিদেশি সংস্থাগুলির ব্যবসার তথ্য এ দেশেই রাখতে হবে বলে রিজার্ভ ব্যাঙ্কের শর্তের ক্ষেত্রেও দু’দেশের সমঝোতা প্রায় অসম্ভব বলেই সরকারি সূত্রের খবর। আর এত সব বিষয়ে দর কষাকষির মধ্যেই দোদুল্যমান অবস্থায় ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি।
এ দিকে, আগামী বছর আমেরিকার ভোট। হিউস্টনের ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে ট্রাম্পকে পাশে নিয়ে মোদী অনাবাসী ভারতীয়দের সামনে ‘আব কি বার, ট্রাম্প কি সরকার’ স্লোগান তুলেছেন। মার্কিন সংস্থা ও পণ্যের জন্য ভারতের বিশাল বাজার আরও খুলতে পারলে ট্রাম্প তা নিয়ে নিজের দেশে প্রচার করতে পারবেন। কিন্তু শিল্পপতি, ব্যবসায়ী, চাষি থেকে পশুপালকের মতো নিজস্ব ভোট-ব্যাঙ্কের কথা মাথায় রেখে মোদী এ সব ক্ষেত্রে আপসে এখনও রাজি নন। এক কূটনীতিক বলেন, ‘‘ট্রাম্প যতই মোদীকে এলভিস প্রেসলি, জাতির জনক বলুন, মোদী যতই ‘অব কি বার, ট্রাম্প সরকার’ স্লোগান তুলুন, বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষিটাই আসলে বাস্তব।’’