এই লড়াইয়ের সময়ে যখন বাংলা ছবি খোদ কলকাতাতেই দেখানোর জন্য হল পাচ্ছে না, বড় বাজেটের হিন্দি ছবির বাজার ধরে রেখে সব হল গুলিকে ঠিক তখনই, পুজোয় মুক্তি পাওয়া বাংলা ছবিগুলি যাতে ঠিকমত হল পেতে পারে, সে বিষয়ে এবার উদ্যোগী হলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা সিনেমার পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এবার টুইট করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন সাংসদ অভিনেতা দেব।
এই পুজোয় মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি বাংলা ছবি। এর মধ্যে রয়েছে ‘মিতিন মাসি’, ‘পাসওয়ার্ড’, ‘গুমনামী’ সহ আরও বেশ কয়েকটি ছবি। অথচ সেগুলি দেখানোর জন্য হল পাচ্ছেন না ছবির নির্মাতারা। বাংলা ছবিকে পিছনে ফেলে হল পাওয়ার দৌড়ে এগিয়ে গিয়েছে হিন্দি ছবিগুলি। পাশাপাশি, রয়েছে হলিউডের একটি ছবিও। এনিয়ে বেশকিছুদিন ধরেই ক্ষোভ জমছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরমহলে।
বুধবার সরকারের তরফে চিঠি দিয়ে ইম্পা-র সভাপতিকে প্রাইম টাইমে বাংলা ছবিগুলি যাতে দেখানো যায় সেবিষয়ে অনুরোধ করা হয়। পাশাপাশি হল মালিকরা যাতে বাংলা ছবিগুলিকে দেখানোর জন্য জায়গা করে দেন সেবিষয়েও অনুরোধ জানানোর কথা চিঠিতে বলা হয়। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের পরই বাংলা ছবির পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান সাংসদ দেব। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক অরিন্দম শীলও। প্রসঙ্গত, পুজোয় মুক্তি পাচ্ছে অরিন্দম শীলের ছবি মিতিন মাসি, এবং দেবের ছবি পাসওয়ার্ড।