মেহুল চোকসিকে ভারতে প্রত্যর্পণ করানোর সিদ্ধান্ত নিল অ্যান্টিগা সরকার। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ১৩,৫০০ কোটি টাকার আর্থিক তছরূপের পর আত্মরক্ষার্থে নীরব মোদি এবং মেহুল চোকসি গা ঢাকা দেয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ছোট্ট দেশ অ্যান্টিগায়। অ্যান্টিগা সরকার জানিয়েছে, যে কোনও মুহূর্তে তাঁকে ভারতে ফেরানো হতে পারে। এমনকী ভারতের গোয়েন্দারা তাকে জেরাও করতে পারবেন।
অ্যান্টিগার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনি জানিয়েছেন, “মেহুল চোকসি একজন ঠগ। নিশ্চিত করে বলছি, তাকে আমরা ভারতের হাতে তুলে দেব। ওর বিরুদ্ধে যা যা অভিযোগ আছে, তার মুখোমুখি হতেই হবে। এটা শুধুমাত্র সময়ের ব্যাপার”।
তাকে প্রত্যর্পণে ভারত সরকারের চাপ বাড়তে থাকায় জুন মাসে হীরে ব্যবসায়ী নিজেই বম্বে হাইকোর্টে হলফনামা দিয়ে জানায়, সে আপাতত অ্যান্টিগার নাগরিক। পিএনবি কেলেঙ্কারিতে সবরকম সহযোগিতা করতে চায়। কিন্তু গত মাসে সত্য প্রকাশ্যে এল। অ্যান্টিগা সরকার চোকসিকে ভারতের হাতে তুলে দেওয়ার ভাবনাচিন্তা শুরু করায়, চোকসি বুঝতে পারে তার সময় আসন্ন। এবার ধরা দিতেই হবে। নিউ ইয়র্কে এবার সেই কথাই জানিয়ে দিলেন অ্যান্টিগার প্রধানমন্ত্রী।
নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে প্রধানমন্ত্রী এও বলেন, “ওর বিরুদ্ধে আমাদের হাতে যথেষ্ট প্রমাণ আছে। এমন একটা লোককে আশ্রয় দিয়ে লাভ নেই। যদি ভারতের গোয়েন্দারা এখানে এসে চোকসিকে জিজ্ঞাসাবাদ করতে চান, তাও পারেন। আমাদের সরকার সবরকম সহযোগিতা করবে”।