ব্রহ্মপুত্র এক্সপ্রেসে আসামের তিনসুকিয়া থেকে বিহারের ভাগলপুর যাচ্ছিল এক পরিবার। হঠাৎই সিট থেকে চোর তাঁর বাচ্চা নিয়ে পালাচ্ছে ভেবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন মা। তারপর দেখা যায়, বাচ্চা সিটেই ঘুমোচ্ছে! শিশু নয় অন্য জিনিষ নিয়ে চম্পট দিয়েছে চোর। অভিযোগ দায়ের করেছে রেল পুলিশ। কিন্তু ট্রেনের মধ্যে এসি কামরায় এমন ঘটনা নিয়ে ফের একবার যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।
বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশনে। ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হয়েছেন মা। তাঁকে বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মহিলার স্বামী বলেন, “এসি কামরার সিটে তোয়ালে মুড়ে শিশুকে শুইয়ে রেখে বাথরুমে গিয়েছিলেন স্ত্রী। আসার সময় দেখেন একজন তোয়ালে নিয়ে পালাচ্ছে। তাড়া করেন তিনি। তখন ফারাক্কা স্টেশন ছাড়ছে ট্রেন। হইহই পড়ে যায় যাত্রীদের মধ্যে। ট্রেন থামিয়ে দেন চালক”।