মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে খোলনলচে বদলে গিয়েছে বাংলার শিল্পক্ষেত্র। তৃণমূল জমানায় রাজ্যে যেমন গড়ে উঠেছে নতুন নতুন শিল্পতালুক। তেমনই লগ্নীর জোয়ার এসেছে। পুজোর মুখে রাজ্যের জন্য আবারও সুখবর। ২৪০০ কোটি টাকা বিনিয়োগে হলদিয়াতে বিএস ৬ মানের জ্বালানি উৎপাদনে উদ্যোগী আইওসি। চলতি বছরের ডিসেম্বরে এই নতুন বিনিয়োগ আনতে চলেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার এমসিসিআই ডেস্টিনেশন হলদিয়া ফোরাম ২০১৯-এর ‘ড্রাইভিং গ্রোথ টকিং দ্য লিপ ফরওয়ার্ড’ শীর্ষক আলোচনা সভায় এ কথা ঘোষণা করেন আইওসি-র হলদিয়ার এগজিকিউটিভ ডিরেক্টর শ্রীব্রিজবিহারী। একই সঙ্গে সংস্থার সালফিউরিক অ্যাসিড ও পেট্রোলিয়াম কোক উৎপাদনের পরিকল্পনার কথাও জানান তিনি।
আইওসি ছাড়াও ওই সভায় হলদিয়ায় শিল্পোন্নয়ন ও অগ্রগতির কথা তুলে ধরেন বিভিন্ন শিল্প সংস্থার প্রতিনিধিরা। শিল্পের চাহিদার জন্যে হলদিয়া বন্দরে পণ্য পরিবহণ বেড়েছে বলে জানান হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার (ট্র্যাফিক) এ কে মিশ্র। পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘গত আর্থিক বছরে ৪০, ৪৯৬ টন কার্গো হ্যান্ডলিং করা হয়েছে।’
এছাড়া, হলদিয়াতে ছোট ও মাঝারি শিল্প বেড়েছে বলে জানান ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টারের জেনারেল ম্যানেজার সমিত চট্টোপাধ্যায়। আর সবমিলিয়ে হলদিয়ায় শিল্পস্থাপনের উপযুক্ত পরিবেশ ও পরিকাঠামো থাকার বার্তা দিয়ে সভা থেকে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানান মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বিশাল ঝাঝারিয়া।