যাদবপুর প্রসঙ্গে বাইরে একটিও কথা ণা বলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলনে ধনকর বলেন, ‘আমি মমতা দিদির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে এটা নিয়ে তিনি বাইরে একটি শব্দও উচ্চারণ করেননি’।
প্রশাসনিক বৈঠকের পর শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল জগদীপ ধনকর। সেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারের পক্ষেও সওয়াল করেন। ধনকর বলেন, ‘বিশ্ববিদ্যালয় রাজ্য প্রশাসনের মাধ্যমে চলুক এটা যেমন আপনারা কেউ চাইবেন না, ঠিক তেমনই বিশ্ববিদ্যালয় রাজভবনের বর্ধিত অংশ হয়ে উঠুক, এটাও কাম্য নয়’।
এদিন যাদবপুর কাণ্ড নিয়েও মুখ খোলেন জগদীপ ধনকর। তিনি বলেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে সেদিন গিয়েছিলাম। উদ্দেশ্য ছিল ছাত্র-শিক্ষকদের কথা শোনা। তাই প্রথমে উপাচার্যের সঙ্গে কথা বলি। পরে ছাত্র সমাজের সঙ্গেও আমার কথা হয়েছে। সবচেয়ে বড় কথা, পড়ুয়াদের সঙ্গে কথা বলে আমি সন্তুষ্ট’।
এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথোপকথন নিয়েও নিজের বক্তব্য পেশ করেন রাজ্যপাল। বলেন, ‘মুখ্যমন্ত্রীর অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। একাধিকবার কথা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। কিন্তু তাঁর সঙ্গে আমার কী কথা হয়েছে, তা সংবাদমাধ্যমের জানার কথা নয়। আমি মমতা দিদির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে এটা নিয়ে তিনি বাইরে একটি শব্দও উচ্চারণ করেননি’।