বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান অব্যাহত আরামবাগে। কখনো বিজেপির নেতা কর্মীরা কখনো বা বিজেপির পঞ্চায়েত প্রধান। বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন তারা৷
এবার তফশিলি জাতির মহিলা কর্মীর একটি দল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। খানাকুলের বিজেপির মহিলা কর্মী পরী দলুইয়ের নেতৃত্বে দেড় শতাধিক মহিলা কর্মী তৃণমূলে যোগ দিলেন। খানাকুলের তৃণমূল নেতা মুন্সি নজিবুর করিম তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ও বলেন, বিজেপিতে গিয়ে মোহভঙ্গ হয়েছে। তারা বুঝতে পেরেছেন বিজেপিতে গিয়ে মানুষের উন্নয়ন সম্ভব নয়।