বেশ কয়েকমাস আগে ব্রাজিলের একটি টিভি চ্যানেলে দেখা গিয়েছিল তাঁদের দুজনকে। সেই চ্যানেলের রিপোর্টে উঠে এসেছিল ফুটবল পাগল মা ও ছেলের কথা। ফুটবল প্রিয় অন্ধ ছেলেকে মাঠে নিয়ে গিয়ে ধারাবিবরণী দিতেন মা। আর মা এর ধারাবিবরণীতেই খেলা ‘দেখতেন’ ছেলে। এবার ব্রাজিলের সেই সিলভিয়া গ্রেকোকেই সম্মান জানাল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। সোমবার মিলানে ফিফার বেস্ট ফ্যান সম্মানে ভূষিত করা হল মা সিলভিয়া ও ছেলে নিকোলাসকে।
এই পুরস্কার পাওয়ার পর আপ্লুত সিলভিয়া জানান, ‘আমরা জানতাম না যে আমাদের ভিডিও রেকর্ড করা হচ্ছিল ওই ম্যাচের দিন। তবে এইটা আমাদের কাছে নতুন কিছু না। অনেক বছর ধরেই আমি ছেলেকে নিয়ে মাঠে যাই। সেদিন যখন স্টেডিয়াম থেকে ফিরলাম তখন সকলেই দেখি আমাদের নিয়ে কথা বলছে।’
সময়ের আগেই ভূমিষ্ঠ হওয়া নিকোলাস জন্মান্ধ এবং অটিজমেও আক্রান্ত। সিলভিয়া তাঁকে খুব ছোট বয়সেই দত্তক নেন। নিকোলাস আবার ব্রাজিলের বিখ্যাত দল পালমেইরাসের খুব বড় সমর্থক। ‘আমি খেলার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তো দিতে পারি না। তবে মোটামুটি স্টেডিয়ামে কী হচ্ছে বা খেলোয়াড়দের দেখতে কেমন, কী ধরনের জার্সি পড়ে আছে, কী রঙের বুট পড়ে আছে, এই সব আমি নিকোলাসকে বলি। আর সবচেয়ে মজা লাগে গোলের বিবরণ দিতে। ওইটা বেশ ভালই বুঝি’, বলেন সিলভিয়া। আর সেসব শুনেই মা-এর সঙ্গে খেলা উপভোগ করেন নিকোলাস।