বেড়েই চলেছে জ্বালানির দাম। এই নিয়ে টানা ৮ দিন বাড়ল পেট্রোল-ডিজেলের মূল্য। পেট্রোলের দাম লিটারপিছু ২২ পয়সা বেড়েছে। আর ডিজেলের দাম লিটারপিছু বেড়েছে ১৪ পয়সা। পুজোর মুখে এই হারে জ্বালানির দামবৃদ্ধি হওয়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। আর তার ফলে নিভিশ্বাস উঠবে মধ্যবিত্তের।
মঙ্গলবার কলকাতায় লিটারপিছু পেট্রোলের দাম হয়েছে ৭৬.৮২ টাকা। শহরে ডিজেলের দাম লিটারপিছু ৬৯.৪৯ টাকা হয়েছে। মঙ্গলবার রাজধানীতে প্রতি লিটার পেট্রোলের দাম ৭৪.১৩ টাকা। সেখানে লিটারপিছু ডিজেলের দাম ৬৭.০৭ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোলের দাম প্রায় ৮০ টাকা ছুঁতে চলেছে।
উল্লেখ্য, ড্রোন হামলার শিকার হয়েছে সৌদি অ্যারামকোর দু’টি তেলের ভাণ্ডার। তার মধ্যে আবকাইক কেন্দ্রটি বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগার। এই দুই তেলের ভাণ্ডারে হামলার পরিপ্রেক্ষিতে তেলের উৎপাদন অর্ধেক কমিয়ে দিয়েছে সৌদি আরব। যার জেরে বিশ্ব বাজারে ক্রমশ বাড়ছে অপরিশোধিত তেলের দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির ফলে এখন বেশি টাকা খরচ করে তেল কিনতে হচ্ছে ভারতীয় সংস্থাগুলিকে। কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রতি লিটার তেলের দাম প্রায় ৬ টাকা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছিলেন তিনি।