রাতে নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হলেন জীবনতলার তৃণমূল নেতা ইসমাইল সেখ(৩০)। গুরুতর আহত অবস্থায় তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের আঙুল উঠেছে গেরুয়া শিবিরের দিকে। এলাকা দখল করতে মরিয়া বিজেপি গুলি চালিয়েছে বলে খবর।
সোমবার রাত নটা নাগাদ নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন জীবনতলার কালিকাতলার বাসিন্দা ও এলাকার তৃণমূল নেতা ইসমাইল সেখ। সেইসময় ২ জন পায়ে হেঁটে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ইসমাইল। এই ঘটনায় এলাকায় আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। খবর পেয়ে পুলিশ এলেও কেউ এখনও গ্রেপ্তার হয়নি। তা নিয়েও ক্ষোভ তৈরি হয়েছে।
ক্যানিং পূর্ব বিধানসভার তৃণমূল বিধায়ক সওকত মোল্লা জানান, গুলি লেগেছে ইসমাইলের বুকে। ঘটনাটি ঘটেছে নটা থেকে সাড়ে নটার মধ্যে। ইসমাইলের মা হাজেরা কালিকাতলা পঞ্চায়েতের সদস্য। তবে ওই গুলি চালানোর ঘটনায় কে বা কারা জড়িত তা এখনই বোঝা যাচ্ছে না। তদন্ত নেমেছে পুলিশ। তবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।