ফলতায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী ব্যক্তির বাড়িতে গেলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবারের পাশে দাঁড়ান তিনি। ৫ লাখ টাকা আর্থিক সাহায্য এবং নতুন বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন অভিষেক। একইসঙ্গে চার সন্তানের লেখাপড়ার জন্য আর্থিক সাহায্যেরও কথা জানিয়েছেন তিনি।
https://www.facebook.com/ekhonkhobor18/videos/2492428657517574/
সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতায় আসায় মনে জোর পেয়েছেন এলাকার বাসিন্দারা। অভিষেক বলেন, ‘আতঙ্কিত হবেন না। আমরা পাশে আছি। মানুষের গায়ে হাত পড়তে দেব না। এনআরসির নামে অন্যায় করছে কেন্দ্র। কারুর কোনো কাগজ হারিয়ে গেলে থানায় জানান। কিন্তু ভয় পাবেন না। তৃণমূল থাকতে এখানে কারুর ক্ষতি হবে না। বাংলায় এনআরসি চালুর প্রশ্নই নেই’।
যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তথা ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এইভাবে এলাকার মানুষের পাশে দাঁড়ানোয় ইতিবাচক বার্তা ছড়িয়েছে সর্বত্র। গরিব পরিবারটির ভাঙা ঘরে ঢুকে দীর্ঘক্ষণ কথা বলেন যুবনেতা। তারপর কথা বলেন এলাকার বহু মানুষের সঙ্গে। অভিষেক বলেন, ‘মানুষের জীবনের আসল সমস্যাগুলি আরও বাড়িয়ে দিচ্ছে কেন্দ্র। তার উপর এই ধরণের অযৌক্তিক আতঙ্ক ছড়িয়ে সকলকে ভয়ের পরিবেশে রাখছে। দেশের সর্বনাশ করছে বিজেপি।‘ এরপর একটি বিশাল জনসভা করেন অভিষেক।
সেখানে আত্মবিশ্বাসের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘টিভিতে এনআরসির খবর দেখালে টিভি বন্ধ করে দিন। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন ততদিন বাংলায় এনআরসি করার ক্ষমতা কারও নেই’।