এবার হরিয়ানায় পুলিশের হাতে প্রকাশ্যে নিগৃহীত করা হল ১৩ জন অপরাধীকে। প্রকাশ্যে গুলি চালনা ও পুলিশ থানা থেকে হরিয়ানার দাগী অপরাধী পাপলা ওরফে বিক্রম গুর্জরকে পালানোর কাজে সাহায্যে করায় ১৩ জন অভিযুক্তকে ব্যস্ত বাজারের মধ্যে প্যারেড করাল রাজস্থান পুলিশ। শুধু তাই নয়, বেহররের ভরা বাজারের অভিযুক্তদের শুধুমাত্র অন্তর্বাস পরিয়ে ঘোরানো হয়। পুলিশ জানিয়েছে, এই অভিযুক্তদের এমন শাস্তির কারণ হল, যাতে তাঁরা পরবর্তী অপরাধ করতে গেলে এই অপমানকর শাস্তির কথা মনে রাখে। এছাড়া জনসাধারণের কাছেও এই শাস্তি একটি নিদর্শন হয়ে থাকবে।
জানা গিয়েছে, ১৩ জন অপরাধীকে হ্যান্ডকাফ পরিয়ে এদিন জনসম্মুখে প্যারেড করানো হয়। সেই ঘটনার সময় এলাকায় ছিল বিশাল পুলিশবাহিনী। ভিওয়াদি এসপি অমনদীপ কাপুর ও অতিরিক্ত পুলিশ সুপার করণ শর্মার নেতৃত্বে বিশাল পুলিশ এসকর্ট করে অভিযুক্তদের নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত পুলিশ অফিসারের কথা, এই প্যারেড শুধু জনসাধারণের উদ্দেশ্যেই নয়, অভিযুক্তরা কীভাবে কোথা থেকে কী কী করছে, গাড়ি পার্ক কোথায় করা ছিল, পুলিশ স্টেশনে কী ভাবে প্রবেশ করেছিল, সব কিছুই প্রকাশ্য রাস্তায় দেখাতে হয়েছে তাঁদের।
প্রসঙ্গত, চলতি মাসেই দাগী অপরাধী পাপলাকে থানা থেকে পালাবার পথ করে দেয় এই ১৩ জন দুষ্কৃতী। থানার সামনেই চলে প্রকাশ্যে গুলি। সেই ফাঁকেই পালিয়ে যায় পাপলা। এই ঘটনায় এখনও তদন্ত চলছে। ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জন পাপলাকে মুক্তি করার কাজে, হামলা চালানো ও গুলি চালনার কাজে জড়িত রয়েছে। তবে এই ১৩ জন ধরা পড়লেও, এতকিছুর পরে মূল অপরাধী পাপলা এখনও অধরা।