মেঘলা আকাশ, মাঝেমধ্যে ইলশে গুঁড়ি বৃষ্টি। ছুটির দিনে মনটা কেমন ইলিশ ইলিশ করছে। কিন্তু বাজারে গিয়ে দেখা নেই ভাল ইলিশের। পাওয়া গেলেও সেগুলোর ওজন মেরেকেটে ৫০০ থেকে ৭০০ গ্রাম। কখনও বা খয়রা মাছ চালিয়ে দেওয়া হচ্ছে ইলিশ বলে। এই পরিস্থিতির মোকাবিলায় এ বার নামল রাজ্য সরকার।এ বার থেকে রাজ্য সরকারের ‘সুফল বাংলা’ স্টলে পাওয়া যাবে ইলিশ। এইসব স্টল থেকে ন্যায্য দামে ইলিশ কিনতে পারবেন সাধারণ মানুষ। রাজ্যে যতগুলি ‘সুফল বাংলা’র স্টল রয়েছে সবগুলি থেকেই ইলিশ বিক্রি করবে রাজ্য সরকার। রাজ্য সরকারের কৃষি বিপনন দফতরের উদ্যোগে এই বন্দোবস্ত করা হয়েছে। স্টল ছাড়াও রাস্তায় রাস্তায় ‘সুফল বাংলা’র মোবাইল ভ্যানেও পাওয়া যাবে ‘রুপালি শস্য’।তবে শুধু ইলিশ মাছই নয়, এই সব স্টলে ভেটকি,পাবদা, পার্শে, চিংড়ি প্রভৃতি মাছও পাওয়া যাবে বলে জানিয়েছে কৃষি বিপনন দফতর।রাজ্য সরকারের এই উদ্যোগে এ বার বর্ষার মরশুমে বাঙালির পাতে পড়তে চলেছে ইলিশ। এইখবরে খুশির হাওয়া ইলিশ প্রিয় বাঙালিদের মনে।
