সারা টুর্নামেন্টে দুরন্ত লড়াইয়ের পরেও বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা অধরা থেকে গেল দীপক পুনিয়ার। ফাইনালে উঠে টোকিও ওলিম্পিকসের টিকিট নিশ্চিত করেছিলেন শনিবারই। ফাইনালে ওঠার পর তিনি নিজেও হুংকার ছেড়েছিলেন, সোনা জয়ের আগে থামছি না। কিন্তু চোটের ধাক্কায় চুরমার হয়ে গেল ভারতীয় কুস্তিগিরটির বিশ্বসেরা হওয়ার স্বপ্ন। আশা ভঙ্গের হতাশা নিয়েই দেশে ফিরতে হচ্ছে ১৯ বছরের দীপককে।
চোটের কারণে ফাইনালে নামতেই পারলেন না তিনি। নাম প্রত্যাহার করে নেওয়ায় রুপোতেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। ৮৬ কেজির বিভাগের ফাইনালে দীপকের প্রতিপক্ষ ছিলেন হাজসান ইয়াজদান। বিনা লড়াইয়ে সোনার দখল পেয়ে যান ইরানের কুস্তিগিরটি। দীপকের পাশাপাশি এদিন ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন রাহুল আওয়ারে। ব্রোঞ্জের প্লে-অফ লড়াইয়ে তিনি ১১-৪ পয়েন্টে হারিয়েছেন দু’বছর আগের প্যান আমেরিকা চ্যাম্পিয়ন টাইলার লি গ্রাফকে।
তবে ভারতীয়দের কাছে দিনের সেরা আকর্ষণ ছিল দীপক পুনিয়ার লড়াই। খেতবি লড়াইয়ে পৌঁছানোর পথে আগের তিনটি তিনি হারিয়েছিলেন যথাক্রমে তুর্কিমেনিস্তানের কোদিরভ, কলম্বিয়ার কার্লোস আর্তুরো মেন্ডেজ এবং সুইজারল্যান্ডের স্টেফান রেইমুথকে। তবে সেমি-ফাইনালে গোড়ালিতে চোট পেয়ে বসেন দীপক। যথাসাধ্য শুশ্রুষার পরও ব্যথার খুব একটা উপসম হয়নি। অগত্যা ফাইনাল থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। হতাশ হয়ে পড়ে আপামোর ভারতবাসী।