আবার একবার এনআরসি আতঙ্ক। আসামে এনআরসি তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যের বিজেপি নেতৃত্ব হুঙ্কার দিচ্ছে, বাংলায় এনআরসি চালু করার। তার জেরেই রাজ্যে একের পর এক জায়গায় ঘটছে আত্মহত্যার মতো ঘটনা। একই আতঙ্কে মন্টু মন্ডলের মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যেই ফের এনআরসি আতঙ্কের জের বসিরহাটে। এবার এখানকার এক নম্বর ব্লকের সোলাদানা গ্রামে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। মৃতের নাম কামাল হোসেন মন্ডল (৩৬)।
জানা গিয়েছে, তিনি একটি ইট ভাটার শ্রমিক। তাঁর পরিবারের দাবি, বেশ কয়েকদিন ধরে জমির নথিপত্র নিয়ে দুশ্চিন্তা করছিলেন তিনি। সেইসূত্রে বেশ কয়েকবার বিডিও অফিসেও যেতে হয় তাঁকে। এমনকী স্থানীয় নেতাদের কাছেও সুরাহার জন্য ঘুরছিলেন। কিন্তু লাভ হয়নি কোনও। ফলে ধীরেধীরে অবসাদগ্রস্থ হয়ে পড়েন তিনি।
এরপর রবিবার ভোরে বাড়ির পিছনে আমবাগানে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, এনআরসি হতে পারে এরাজ্যেও, সেই ভয়েই আত্মহত্যা করেছেন কামাল হোসেন মন্ডল। পুলিশ এসে দেহটি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনার ঠিক ২৪ ঘন্টা আগে উত্তর ২৪ পরগনায় মাটিয়া এলাকার বাসিন্দা মন্টু মন্ডল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যু হয় জলপাইগুড়িরও এক ব্যক্তির। তাঁদের পরিজনেরাও দাবি করেছিলেন এনআরসি আতঙ্কেই মৃত্যু হয়েছে তাঁদের। এইভাবে চাপিয়ে রাজ্যবাসীর কাঁধে এনআরসির মতো ইস্যু চাপিয়ে দেওয়ার ফলে যে সব মর্মান্তিক ঘটনা ঘটছে তা যে নিন্দনীয় এমনই মনে করছেন দেশের ওয়াকিবহাল মহল।