ইউরোপা লিগের প্রথম ম্যাচে জয় পেল গানার সোলকজার-ব্রিগেড। সেই জয়ের কারিগর সতেরো বছর বয়সী ম্যাসন গ্রিনউড। তাঁর বুদ্ধিদীপ্ত গোলে লিগে জয় হাসিল করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে গোটা ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলেছে ম্যান ইউ।
মার্কাস র্যাশফোর্ড-ফ্রেডরা সহজ সুযোগ হারানোয় প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোল পায়নি ম্যান ইউ। তৃতীয় মিনিটে বক্সের বেশ কিছুটা দূর থেকে ফ্রেডের দুরন্ত শট আস্তানা গোলরক্ষককে পরাস্ত করে ক্রসপিসে আছড়ে পড়ে। অ্যাওয়ে ম্যাচে কাজাখস্তানের ক্লাবটির লক্ষ্য ছিল এক পয়েন্ট। রক্ষণে ভিড় বাড়িয়ে ম্যান ইউ আক্রমণ কোনওরকমে ঠেকিয়েছেন তোমাসেভিচ-দিমিত্রিরা।
দ্বিতীয়ার্ধের প্রারম্ভিক পর্বে অবশ্য ম্যান ইউয়ের পারফরম্যান্সে ছিল অগোছাল ভাব। সেই সুযোগে আস্তানা দু’টি সুযোগ তৈরি করে। ৬৮ মিনিটে ম্যান ইউ কোচ সোলকজার দু’টি চেঞ্জ নেন। পরিবর্ত হিসেবে তিনি ব্যবহার করেন লিংগার্ড ও হুয়ান মাতাকে। এর পাঁচ মিনিট পরেই কাঙ্ক্ষিত গোল পায় ম্যান ইউ। ফ্রেডের পাস বক্সের ডানদিকে ধরে বুদ্ধিদীপ্ত ডজে মার্কারের চ্যালেঞ্জ এড়িয়ে লক্ষ্যভেদ প্রতিশ্রুতিসম্পন্ন গ্রিনউডের (১-০)। এরপর লিংগার্ডের প্রয়াস বিপক্ষ দুর্গপ্রহরীর হাত ছুঁয়ে পোস্টে লাগে। তবে শেষ হাসি হাসেন ম্যান ইউ’র সমর্থকরাই।