কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ, প্রতিবাদে ভাঙচুর, আগুন, চে-র ছবিতে কালি-বেনজির ‘সন্ত্রাস’-এর সাক্ষী থাকল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এরপরই দিলীপ ঘোষ যাদবপুরে সার্জিকাল স্ট্রাইক করে কমিউনিস্টদের ঘাঁটি গুঁড়িয়ে দেব বলে হুঙ্কার ছেড়েছেন। সেই রেশ কাটার আগেই এল মেঘালয়ের রাজ্যপাল তথাগতর টুইট। সেখানে বিক্ষোভকারীদের ‘মাওবাদী’ আখ্যা দিয়েছেন তথাগত।
শুক্রবার সকালে ওই টুইটে মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় লিখেছেন, ‘যেভাবে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে কোনও প্ররোচনা, উস্কানি ছাড়াই একদল মাওবাদী হেনস্থা করল, তা দেখে আমি লজ্জিত। আমি কোনওদিনই ফ্যাসিবাদ আর উগ্র বামপন্থা আন্দোলনের মধ্যে কোনও পার্থক্য খুঁজে পাইনি। যেন একই কেকের দুই পিঠ’!
প্রসঙ্গত, অমিত শাহ-র রোড শো ঘিরে যেভাবে উত্তাল হয়ে উঠেছিল কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর কলেজ, যেভাবে বিদ্যাসাগরে মূর্তি ভাঙচুর করেছিল উন্মত্ত দল, তারপরই ফের শিক্ষাঙ্গণে একই ধরনের সন্ত্রাসের সাক্ষী থাকল যাদবপুর। আর সেই সন্ত্রাস নিয়েই শুক্রবার সকাল থেকে তপ্ত বঙ্গের রাজনীতি। কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে বিক্ষোভের প্রতিবাদে যেভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাঙচুর চলল, গোটা ক্যাম্পাস দাপাল একটা দল, তার ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিশ্লেষকরা।