চীন ওপেনে দিনটা খুব একটা ভাল গেল না ভারতীয় ব্যাডমিন্টন প্রেমীদের জন্য। এইদিনেই ছিটকে গেলেন পি ভি সিন্ধু এবং ভারতের ডাবলস ও মিক্সড ডাবলস জুটি। প্রথম রাউন্ডে লন্ডন অলিম্পিক্স চ্যাম্পিয়ন লি জুয়েরুইকে হারিয়ে অভিযান শুরু করা সিন্ধু প্রি-কোয়ার্টারে ৫৮ মিনিট হাড্ডাহাড্ডি লড়াই করার পরে ছিটকে যান তাইল্যান্ডের পর্নপাউই চোচুওংয়ের বিরুদ্ধে।
প্রথম গেমে জিতেও তার সুবিধে নিতে পারেননি সিন্ধু। তিনি হারেন ২১-১২, ১৩-২১, ১৯-২১ ফলে। তবে জিতেছেন, বি সাই প্রণীত। তিনি ২১-১৯, ২১-১৯ ফলে হারান চিনের লু গুয়াং জ়ু-কে। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ প্রতিযোগিতার সপ্তম বাছাই ইন্দোনেশিয়ার অ্যান্থনি সিনিসুকা জিন্টিং। ছিটকে গিয়েছেন পারুপল্লী কাশ্যপও।
ডাবলস বিশেষজ্ঞ সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডিও এ দিন দুটি বিভাগে হারেন। প্রথমে পুরুষদের ডাবলসে চিরাগ শেট্টির সঙ্গে। পরে অশ্বিনী পোনাপ্পার সঙ্গে মিক্সড ডাবলসে। পুরুষদের ডাবলসে ১৫ নম্বর বাছাই সাত্ত্বিকদের ছিটকে দেন চতুর্থ বাছাই জাপানের তাকেশি কামুরা এবং কেইগো সোনোদা জুটি। ফল ১৯-২১, ৮-২১। দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি চলে ৩৩ মিনিট। এই নিয়ে চলতি মরসুমে দ্বিতীয় বার জাপানি জুটির বিরুদ্ধে হারলেন সাত্ত্বিকরা। এর আগে জুলাইয়ে জাপান ওপেনেও তাঁরা এই জুটির বিরুদ্ধে হেরেছিলেন। এর পরে মিক্সড ডাবলসে অশ্বিনীর সঙ্গে তিন গেমের লড়াইয়ে সাত্ত্বিকরা হার মানতে বাধ্য হন জাপানের ইউকি কানেকো এবং মিসাকি মাতসুমোতোর বিরুদ্ধে। ফল ১১-২১, ২১-১৬, ১২-২১।