গোটা যাদবপুর ক্যাম্পাস জুড়ে তাণ্ডব চালাল এবিভিপি-র সমর্থকরা। ভাঙচুর করা হল বিভিন্ন জিনিস। বাবুল সুপ্রিয়কে কেন আটকে রাখা হল, প্রহৃত হতে হল, সেই প্রশ্ন তুলে এবিভিপি ও দুর্গাবাহিনীর সমর্থকরা তাণ্ডব চালায় ক্যাম্পাসজুড়ে। মাথায় হেলমেট পড়ে তারা ভাঙচুর চালায় বলে অভিযোগ।
জানা গেছে, ক্যাম্পাসের ৪ নম্বর গেটের সামনে এসএফআইয়ের ইউনিয়ন রুমে ঢুকে প্রথমে ভাঙচুর চালায় এবিভিপি সমর্থকরা। ভেঙে ফেলা হয় রুমের টেবিল, চেয়ার, বেঞ্চ। ভাঙা হয় লাইট, ফ্যানও। এরপর দেওয়ালে টাঙানো বেশ কিছু ছবি ছুঁড়ে ফেলা হয় বাইরে। এমনকি দেওয়ালে আঁকা চে গুয়েভরার ছবিতে লাগিয়ে দেওয়া হয় কালি। তারপর ৪ নম্বর গেটের সামনে আগুন জ্বালিয়ে দেয় তাঁরা। পড়ুয়াদের তরফে অবশ্য দাবি করা হয়েছে, তাঁরা প্রথমে বাবুলকে বাধা দেয়নি। তাঁদের অভিযোগ বিজেপির নীতির বিরুদ্ধে। বাবুলই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তাঁর গায়ে হাত তোলার মিথ্যে অভিযোগ আনলেন।’
আবার ছাত্রদের একাংশের দাবি, ধাক্কাধাক্কির সময় ছাত্রীদের গায়ে হাত দেয় বাবুলের নিরাপত্তারক্ষীরা। এতেই ক্ষিপ্ত হয়ে বাবুলকে ঢুকতে বাধা দেওয়া হয়। পরিস্থিতি উত্তোরত্তর খারাপ হতে থাকে। সন্ধ্যের সময় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অবশেষে রাজ্যপাল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু রাজ্যপাল পৌঁছাতে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। অবশেষে কিছুক্ষন আগে পুলিশি প্রহরায় ক্যাম্পাস থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে বেরিয়ে যান তিনি।