ভারতে নিষিদ্ধ ই-সিগারেট। সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অর্থাৎ, ই-সিগারেটের উৎপাদন, বিক্রি, আমদানি, রফতানি বিজ্ঞাপন এবং সঞ্চয় সম্পূর্ণ ভাবে বন্ধ করল ভারত সরকার।
এর আগে বহু সমীক্ষায় উঠে এসেছে যে মানুষ ৪২ শতাংশ মানুষ চান ই-সিগারেট একেবারে নিষিদ্ধ করে দেওয়া হোক। ইপসোস-এর সার্ভেতে সবথেকে বেশি মানুষ তামাকজাত দ্রব্যের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া উচিৎ বলে মনে করেছেন।
সিগারেটের বিকল্প হিসেবে বা তার থেকে কম ক্ষতিকর হিসেবেই বাজারে হাজির হয়েছিল ই-সিগারেট। অনেকেই এই সিগারেটের মতো দেখতে যন্ত্রের সাহায্যে ধূমপান করেন। যন্ত্রের মধ্যে রাখা তরল, ব্যাটারির মাধ্যমে গরম হয়ে বাষ্পে পরিণত হয়। যা টেনে নেন ধূমপায়ীরা। বিশেষজ্ঞদের মতে, যা অবশ্যই ক্ষতিকর।