আন্তর্জাতিক ম্যাচ খেলা ছেড়ে দিয়েছেন প্রায় ১২ বছর হয়ে গেল। তবে আশ্চর্যের বিষয় হল আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও সরকারিভাবে অবসর নেননি তিনি এতদিন। এতদিনে সরকারি ভাবে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় দলের প্রাক্তন অল-রাউন্ডার দীনেশ মোঙ্গিয়া। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিক ভাবে অবসর ঘোষণার কথা জানান।
৪২ বছর বয়সি দীনেশ মোঙ্গিয়া তাঁর ক্রিকেট কেরিয়ারে ২০০১ সাল থেকে ২০০৭ সালের মধ্যে মোট ৫৭টি আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেছেন। বাঁ-হাতি এই ব্যাটসম্যানের অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। একটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরি-সহ ৫৭ ম্যাচে করেছেন ১২৩০ রান।
একদিনের ম্যাচে তাঁর ব্যাটিং গড় ২৭.৯। স্ট্রাইক রেট ৭১.৫। আন্তর্জাতিক একদিনের ম্যাচে দীনেশের সর্বোচ্চ রান ১৫৯*। এ ছাড়া দেশের হয়ে একটি টি-২০ ম্যাচও খেলেছেন। করেছেন ৩৮ রান। দীনেশ পাঞ্জাবের হয়ে শেষ ঘরোয়া লিগও খেলে ফেলেছেন ২০০৭ সালে। তবে এতদিনে অবসর নিলেন তিনি। সরকারিভাবে বিদায় নিলেন অল-রাউন্ডার দীনেশ মোঙ্গিয়া।