ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে ২০২০ সালের কলকাতা বইমেলার দিনক্ষণ। পুজোয় ঢাকে কাঠি পড়ার পাশাপাশি ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার ঢাকে কাঠি পড়ে গেল। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে এবারের বইমেলার থিম কান্ট্রি হতে চলেছে রাশিয়া।
বইমেলা শুরু হবে ২৯ জানুয়ারি। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিবারই বইমেলার থিম কান্ট্রির দিকে আলাদা নজর থাকে মনোযোগী পাঠকদের। ফি বছর কলকাতা বইমেলায় একটি দেশের সাহিত্যকে ফোকাস করা হয়। গত বারের বইমেলার থিম কান্ট্রি ছিল গুয়েতেমালা। থিম প্যাভিলিয়ানে তুলে ধরা হয়েছিল গুয়াতেমালার সংস্কৃতির নানান চিহ্ন।
পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি এবং সুলেখক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, “রাশিয়া আমাদের স্বপ্নের দেশ। রাশিয়া মানেই রাশিয়ান বই। রাশিয়া সম্পর্কে আমরা অনালোকিত ছিলাম। সোভিয়েত রাশিয়া পতনের পরেও রাশিয়া আবার ঘুরে দাঁড়িয়েছে। রাশিয়ান সাহিত্য অনেক এগিয়ে গিয়েছে। এবারের মেলায় সাম্প্রতিক রাশিয়ান সাহিত্য অনূদিত হয়ে প্রকাশিত হবে। বই আকারে প্রকাশ করছে বাংলার নানা প্রকাশনা”। ২০১৮ সালের বইমেলার থিম কান্ট্রি ছিল ফ্রান্স। মেলা উপলক্ষে ফ্রান্স থেকে কলকাতায় এসেছিলেন সেই দেশের বিশিষ্ট মানুষেরা।