কলকাতার পুজো দখলের মরিয়া চেষ্টা করেও হালে পানি পায়নি গেরুয়া শিবির। অনেক কাঠখড় পুড়িয়েও আদতে কোনও লাভই হয়নি তাদের। সঙ্ঘশ্রী নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পরও সেই পুজোটি পুরনো কমিটির হাতেই রয়ে গিয়েছে। কিন্তু তাতেও তারা হাল ছাড়তে নারাজ। তাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহকে দিয়ে অন্ততপক্ষে একটি পুজোর উদ্বোধন করিয়ে মুখরক্ষা করতে চাইছে বঙ্গ বিজেপি। আগামী ১ অক্টোবর দু’দিনের সফরে শহরে আসছেন অমিত শাহ। জানা গেছে, সে সময়ই একটি পুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। তবে তা সল্টলেক না শহর কলকাতার অন্য কোনও প্রান্তের পুজো, তা এখনও জানা যায়নি। কারণ এখনও কোনও পুজোকেই রাজি করাতে পারেননি দিলীপ ঘোষেরা।
তবে শুধু পুজো উদ্বোধনই নয়, এ রাজ্যে সাংগঠনিক সভাও করবেন শাহ। সেই সভা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করার কথা রয়েছে। কিন্তু সেখানে অনুমতি না পেলে অন্য কোথাও তা করা হবে। বিজেপি নেতারা অবশ্য বলছেন, সাংগঠনিক সভা তো করবেনই, অমিত শাহ এ রাজ্যে এসে এনআরসি-র পক্ষেও সওয়াল করবেন। এছাড়া পুজোয় এবার থেকে পুরস্কারও চালু করেছে বিজেপি। দক্ষিণ কলকাতা বিজেপির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরস্কারের নাম দেওয়া হয়েছে, ভারতীয় জনতা শারদ সম্মান। কলকাতা শহরে মোট ৩৫০ পুজো হয়ে থাকে। সেই পুজোর মধ্যে যদি কিছু পুজোকেও এই পুরস্কারের আওতায় আনা যায়, তাতে লাভ দেখছে বিজেপি। পুজোর সময় দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায় ও রূপা গঙ্গোপাধ্যায়রা ঘুরে-ঘুরে পুরস্কার পাওয়া পুজোগুলি নির্বাচন করবেন।