২০১৫ সালে আজকের দিনেই নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে ৬৪ টি ফাইল প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ফাইল প্রকাশের চার বছর পর ফের নেতাজির তাইহোকু বিমান দূর্ঘটনা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী।
এই নিয়ে বুধবার সকালে একটি টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘২০১৫ সালে আজকের দিনেই বাংলার সরকার নেতাজী সুভাষ চন্দ্র বসুর বিষয়ে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের হেফাজতে থাকা ৬৪টি ফাইল প্রকাশ করে। তাইহোকুতে বিমান দুর্ঘটনার পর কি হয়েছিল? মানুষের সত্য জানার অধিকার আছে’।
সরকারের কাছে থাকা নেতাজি সংক্রান্ত গোপন নথিপত্র প্রকাশ্যে আনা নিয়ে দীর্ঘদিন ধরেই চাপানউতোর চলছিল। ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর ১৯৩৭-৪৭ পর্যন্ত যাবতীয় ফাইল প্রকাশ্যে আনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরে ১৮ সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনে ৬৪টি ফাইল প্রকাশ করে মমতার সরকার ৷ এরপরেই চাপ বাড়তে থাকে কেন্দ্রের উপর। নেতাজি-সম্পর্কিত গোপন ফাইল প্রকাশ্যে আনে তাঁরাও।
আদৌ কী তাইহোকুর ওই বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নই আরও একবার উস্কে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।