আজ ৬৯ বছরে পা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষ্যে দেশজুড়ে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করেছেন বিজেপির নেতাকর্মীরা৷ সমগ্র দেশে এক সপ্তাহ ধরে স্বচ্ছতা অভিযান চালাচ্ছে গেরুয়া শিবিরের ছোট থেকে শুরু করে বড় মাপের নেতৃত্ব৷ কিন্তু এই খুশির মধ্যেই তাল কাটলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ পুরুলিয়ার একটি সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি যা করলেন, তাতে অস্বস্তিতে পড়লেন জেলার নেতারা এবং লোকসভায় তাঁর সতীর্থ জ্যোতির্ময় সিং মাহাতো৷
প্রধানমন্ত্রীর জন্মদিনে মুখ ফস্কে দিলীপ ঘোষ স্লোগান দিলেন, ‘‘নরেন্দ্র মোদি অমর রহে৷’’ রাজ্য বিজেপি সভাপতির মুখ থেকে এই স্লোগান শুনতেই নড়েচড়ে বসেন মঞ্চে উপস্থিত থাকা বিজেপির নেতারা। দিলীপ ঘোষের হাত টেনে ধরে ভুল ধরিয়ে দেন পুরুলিয়ার বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নেন মেদিনীপুরের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ সঙ্গে সঙ্গে সুর পালটে রাজ্য বিজেপি সভাপতি বলেন, ‘‘নরেন্দ্র মোদি যুগ যুগ জিও৷’’
জানা গিয়েছে, মঙ্গলবার প্রথমে পুরুলিয়ার জয়পুরে চা-চক্রে যোগ দেন দিলীপ ঘোষ৷ সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন৷ এরপর হুরা থানার অন্তর্গত লালপুর কলেজ থেকে লালপুর মোড় পর্যন্ত জেলা নেতৃত্বের সঙ্গে একটি মিছিলও করেন তিনি৷ কিন্তু সেই মিছিলেও ছন্দপতন হয় বলে স্থানীয় সূত্রে খবর৷ জানা গিয়েছে, মিছিলে হাঁটার সময় দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা ধাক্কা দেন জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীকে৷ যা নিয়ে দু’তরফের মধ্যে তখন মৃদু বচসা শুরু হয়৷
এরপর সরকারি কটেজে দিলীপ ঘোষ বিশ্রাম নিতে গেলে, তাঁর সামনেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিদ্যাসাগর চক্রবর্তী৷ যে ঘটনায় বেশ অস্বস্তিতে পড়েন রাজ্য বিজেপি সভাপতি৷ যদিও পরে সব মিটমাট হয়ে যায়। এই বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি বিদ্যাসাগর বাবুও। পরিস্থিতি হালকা করতে তিনি বলেন, ‘‘ওনারা তো আমাদের চেনেন না, তাই একটু ধাক্কা দিয়ে ফেলেছেন৷’’ কিন্তু সবমিলিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে দিলীপের উপস্থিতিতে পুরুলিয়ার অনুষ্ঠানে যে তাল কেটেছে, তা ভালোমতোই পরিষ্কার।