রাজীব কুমারের আগাম জামিন মামলা ফেরাল আদালত। এই মামলা শোনার এক্তিয়ার নেই সিবিআইয়ের বিশেষ আদালতের। রাজীব কুমারের আইনজীবীকে জেলা দায়রা আদালতে আগাম জামিনের আবেদন করতে বলল সিবিআই আদালত।
সারদা মামলায় শুক্রবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের উপর থেকে রক্ষাকবচ তুলে নেয় কলকাতা হাইকোর্ট। ওই বিকেলেই রাজীবের ৩৪ নম্বর পার্ক স্ট্রিটের ঠিকানায় গিয়ে নোটিস দিয়ে আসে সিবিআই। বলা হয়, শনিবার সকাল ১০টার মধ্যে সিজিও কমপ্লেক্সে পৌঁছতে। কিন্তু যাননি রাজীব। তদন্ত এজেন্সির অফিসাররা বিকেল পর্যন্ত অপেক্ষা করে চলে যান নিজাম প্যালেসে। প্রথমে নিজেদের মধ্যে বৈঠক করেন। তারপর সেখান থেকে চলে যান আইনজীবী ওয়াই জেড দস্তুরের বালিগঞ্জের বাড়িতে। সেই দলে ছিলেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবও।
সারদা চিট ফান্ড মামলায় রাজীব কুমার তদন্তে সহযোগিতা করছেন না বলে বারবার অভিযোগ জানিয়েছে সিবিআই। যদিও রাজীব কুমারের আইনজীবীদের পক্ষ থেকে হাইকোর্টে জানানো হয়েছিল, শিলং থেকে শুরু করে সম্প্রতি সিজিও কম্পপ্লেক্সে হাজিরা দেওয়া পর্যন্ত বারবার সিবিআই গোয়েন্দাদের মুখোমুখি হয়েছেন তিনি। কিন্তু সিবিআই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হেনস্থা করছে। সিবিআইয়ের পাঠানো নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন রাজীব কুমার। সেই মামলার শুনানি শেষে হাইকোর্ট রাজীব কুমারের ওপর থেকে আইনি রক্ষাকবচ তুলে নেয় এবং জানিয়ে দেয়, তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে। এরপরই শুক্রবার সন্ধ্যায় ফের রাজীব কুমারকে নোটিস দেয় সিবিআই। কিন্তু রাজীব কুমার শনিবার হাজিরা না দেওয়ায় রবিবার নবান্নে হাজির হয় সিবিআই। রাজীব কুমার কোথায় আছেন জানতে চেয়ে সিবিআইয়ের পক্ষ থেকে চিঠি দেওয়া হয় রাজ্য পুলিশের ডিজিকে।