তিনি বিশ্বজয়ী। তিনি ভারতের গর্বের ‘সোনার মেয়ে’। আর এই বিশ্বজয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুকে বিয়ে করতে চান একজন বৃদ্ধ। তাঁর বয়স ৭০ বছর। অবাক হওয়ার কিছু নেই। ঠিকই শুনেছেন, তামিলনাডুর ৭০ বছরের মালাইসামি বিয়ে করতে চান সিন্ধুকে।
সিন্ধুকে বিয়ে করতে তিনি এতটাই উঠে পড়ে লেগেছেন যে বকলমে তিনি সে ব্যাপারে আবেদনও করেছেন। জেলাশাসকের কাছে পিভি সিন্ধুকে বিয়ে করার লিখিত আবেদন জানিয়েছেন মালাইসামি। শুধু আবেদন জানিয়েই ক্ষান্ত হননি। হুমকিও দিয়েছেন তিনি।
তিনি বলেছেন, স্থানীয় প্রশাসন যদি এই বিয়ের কোনও ব্যবস্থা না করে তাহলে সিন্ধুকে তিনি অপহরণও করবেন। নিজের বয়সের ব্যাপারে অবশ্য এক চমকপ্রদ তথ্য দিয়েছেন মালাইসামি।২০০৪ সালের ৪ এপ্রিল নাকি তাঁর জন্ম হয়েছে। সেই হিসেবে তাঁর বর্তমান বয়স ১৬ বলে দাবি করছেন তিনি।