প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে মঙ্গলবারই দিল্লী রওনা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ আর এক আশ্চর্য সমাপতনে সেই প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গেই দেখা হয়ে গেল মুখ্যমন্ত্রীর৷
হাসিমুখে একে অপরকে স্বাগত জানান মমতা ও যশোদাবেন৷ দু’জনের মধ্যে সৌজন্যমূলক আলোচনাও হয়। যশোদাবেনের শরীর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর স্ত্রীকে একটি শাড়িও উপহার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে সোমবারই রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেন। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর ভাই অশোক মোদী এবং ভাইয়ের স্ত্রী। ঘটনাচক্রে যাঁর নামও যশোদাবেন। আজ বিমানবন্দরে তাঁদের সঙ্গেও আলাপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, রাজ্যের স্বার্থ জলাঞ্জলি দিয়ে রাজনীতি করতে চান না। বরাবরই একথাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাজ্যের একাধিক সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের জন্যই মঙ্গলবার দিল্লী গেলেন মুখ্যমন্ত্রী। আগামীকাল বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি।