দীর্ঘ দিন ধরেই দেশের বহু স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে, তারা বিদেশ থেকে অর্থসাহায্যের ব্যাপারে সরকারের নিয়ম মানছে না। এ ব্যাপারে রাশ টানতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। তারা আরও কড়াকড়ি করল বিদেশি অর্থসাহায্য আইন, ২০১১-র। এ বিষয়ে সোমবার একটি নোটিসও জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
নতুন এই নিয়মে বলা হয়েছে, বিদেশি অর্থসাহায্য পেতে গেলে এ বার থেকে দেশের স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর সব কর্মী এবং আধিকারিককে একটা ঘোষণাপত্র দিতে হবে। ধর্মান্তরণের অভিযোগে তাঁদের বিরুদ্ধে কোনও মামলা চলছে না বা এমন কোনও অভিযোগও নেই তাঁদের বিরুদ্ধে। আগে এই সুযোগ পেতে গেলে শুধুমাত্র স্বেচ্ছাসেবী সংস্থার ডিরেক্টর অথবা শীর্ষ আধিকারিকদের এই ঘোষণাপত্র দিতে হত সরকারের কাছে। তবে এখন থেকে তা আর হবে না বলেও উল্লেখ করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের এই নতুন নিয়মে।
এর পাশাপাশি আরও বলা হয়েছে, এখন থেকে শুধু আবেদনকারীই নয়, স্বেচ্ছাসেবী সংস্থার সমস্ত সদস্যকে এই মর্মে প্রতিশ্রুতি দিতে হবে তাঁরা যেন কখনওই বিদেশি অর্থকে কোনও উস্কানিমূলক বা হিংসা ছড়াতে পারে এমন কোনও কাজে ব্যবহার করবেন না। পরিবর্তিত এই আইনে আরও বলা হয়েছে যে, বিদেশ থেকে উপহার হিসেবে কোনও ব্যক্তি যদি এক লক্ষ টাকা পান, তা হলে সরকারের কাছে কোনও ঘোষণাপত্র দিতে হবে না।