রানাঘাট স্টেশনে বসে লতা মঙ্গেশকরের ‘এক পেয়ার কা নগমা হ্যায়’ গেয়ে রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে গিয়েছিলেন রাণু মণ্ডল। তাঁকে দিয়ে গান রেকর্ডিং করেন হিমেশ রেশমিয়া। লতা মঙ্গেশকরও তাঁর গান নিয়ে মন্তব্য করেছিলেন। এ বার ফের সোশ্যাল মিডিয়ায় হইচই ফেললেন উবের ড্রাইভার নাম বিনোদ। ‘নজর কে সামনে’ গেয়ে নেটিজেনদের হাততালি কুড়িয়েছেন তিনি।
৯০-এর দশকের জনপ্রিয় গায়ক কুমার শানুর ‘নজর কে সামনে’ গানটি গেয়েছেন তিনি। গৌরব নামে একজন টুইটার ইউজার গত ১৪ সেপ্টেম্বর বিনোদের গানটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ভিডিয়োটি পোস্ট করে গৌরব লিখেছেন, ‘লখনউতে উবের চালক বিনোদজির সঙ্গে পরিচয় হল। উনি একজন অসাধারণ গায়ক। আমার ট্রিপ শেষ হওয়ার পর একটি গান শোনালেন আমাকে। আর কী চাই। প্লিজ এই ভিডিয়োটি দেখুন এবং তাঁকে জনপ্রিয় করে তুলুন।’ গৌরব জানিয়েছেন বিনোদজির নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে।
ইতিমধ্যেই শুরু হয়েছে রিটুইট ও কমেন্টের বন্যা। সবাই প্রশংসা করছেন বিনোদের গলার। কেউ বলছেন, ওনার উচিত গানের বিভিন্ন রিয়েলিটি শোতে অংশ নেওয়া। কেউ আবার বলছেন, এভাবেই আনন্দের সঙ্গে গান গাইতে থাকুন। সবাই আশা করছেন, তাঁর গানের মূল্য তিনি পাবেন।
উবেরের তরফেও টুইট করে জানানো হয়েছে যে, ‘বিনোদজি একজন অসামান্য চালক। অনেক গ্রাহকই আমাদের পেজে মিউজিকাল রাইডের কথা জানিয়ে পোস্ট করেন। আমরা তাঁকে নিয়ে গর্বিত।’