বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তাঁকে দেখা গিয়েছিল ব্রাজিলীয় ফুটবল তারকা রোনালদোর পাশে বসে খেলা দেখতে। আর তার পর থেকে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচে তাঁকে দেখা গিয়েছে গ্যালারিতে দেশের ও টিমের হয়ে গলা ফাটাতে, আবেগের উন্মাদনায় গা ভাসতে। হ্যাঁ ঠিকই ধরেছেন তিনি আর কেউ নন, তিনি দিয়েগো মারাদোনা।
গ্যালারিতে বসে বার বার নজর কেড়েছেন তিনি। বলা বাহুল্য প্রতিবারই বিতর্কের নতুন নতুন নজির গড়েছেন- ধূমপান মুক্ত বিশ্বকাপে মুখে সিগার নিয়ে ধোঁয়া উড়িয়েছেন, নাইজেরীয় সমর্থকদের উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন, মাত্রাতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েছেন। বারবার ক্যামেরাবন্দি হয়েছে সেসব দৃশ্য। আর তাঁকে নিয়ে উঠেছে তীব্র সমালোচনার ঝড়।
কিন্তু তাতে তাঁর ক্ষতি তো হয়ই নি, বরং উল্টে লাভই হয়েছে বলা চলে। কারণ ডেইলি মেইল সূত্রে জানা গিয়েছে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচে গ্যালারিতে হাজিরা দিতে ফিফা থেকে তিনি পেয়েছেন ম্যাচ প্রতি দশ হাজার পাউন্ড, অঙ্কের হিসেবে ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯লাখ টাকা। তারকাদের আসা যাওয়া থাকা খাওয়ার খরচও আলাদা ভাবে বহন করছে ফিফা।
পুরোটাই হয়েছে ফিফার পরিকল্পনামাফিক। এবারের বিশ্বকাপে বেশ কিছু হাই প্রোফাইল প্রাক্তন ফুটবলারকে ফিফা আমন্ত্রণ জানিয়েছে, ম্যাচ চলাকালীন অ্যাম্বাসেডর হিসেবে গ্যালারিতে উপস্থিত থেকে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করতে। এই তালিকায় রোনালদো, কার্লোস ভালদেরামা, কার্লস পুয়োল, আইকার ক্যাসিলাস, জাভি, স্যামুয়েল এতোওর মতো তারকা থাকলেও নজর কেড়েছেন শুধু মারাদোনাই। ফিফা থেকে তাঁর প্রাপ্য টাকার অঙ্কটাও তাই বেশ নজরকাড়া।
তবে জানা গিয়েছে মারাদোনার আবেগ ও উচ্ছাসের বিতর্কিত বহিঃপ্রকাশে ফিফা খুব একটা খুশি নয়। কিন্তু বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেনি ফিফা।