গাড়ি, বস্ত্র, চা, তামাক শিল্পে চূড়ান্ত মন্দা। কাজ হারানোর কিনারে কয়েক লক্ষ মানুষ। দেশে বৃদ্ধির হার পাঁচ শতাংশে নেমে এসেছে। যা গত ছয় বছরে সর্বনিম্ন। সব মিলিয়ে দেশের অর্থনীতি ধুঁকছে। এই পরিস্থিতিতে শনিবার আবার সাংবাদিক সম্মেলনে একগুচ্ছ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
তবে অর্থনীতির গতি শ্লথ, এমনটা এবারও মানলেন না নির্মলা। তিনি বলেন, ‘মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণ করে চার শতাংশ করা গিয়েছে। অর্থনীতি আবারও চাঙ্গা হওয়ার সবরকম লক্ষণ দেখা যাচ্ছে’। পাশাপাশি জানালেন, আগামী ১৯ সেপ্টেম্বর সব সরকারি ব্যাঙ্কের প্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। নির্মলার কথায়, ছোটখাটো কর ফাঁকি দিলে সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেবে না সরকার।
অর্থমন্ত্রীর ঘোষণা, ‘রেমিশন অফ ডিউটিস অর ট্যাক্সের অন এক্সপোর্ট প্রোডাকট্স্’ বা আরওডিটিইপি নামে রপ্তানিতে নতুন কর ব্যবস্থা আনা হচ্ছে। সীতারমণ বলেন, ‘আগামী বছরের পয়লা জানুয়ারি থেকেই মার্কেনডাইস এক্সপোর্ট অন ইন্ডিয়া স্কিম বা এমইআইএস–এর বদলে এই কর ব্যবস্থা চালু হবে। এবছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পুরনো এমইআইএস ব্যবস্থাই চালু থাকবে’। নির্মলার কথায়, ‘আরবিআই–এর রেপো রেট কমানোর সিদ্ধান্ত মেনে নিয়েছে ব্যাঙ্কগুলি। রপ্তানির জন্য কার্যকরী মূলধনে ধারের উপর ব্যাঙ্কগুলির বেশি করে নিশ্চয়তা দেবে কেন্দ্র। এজন্য কেন্দ্রের নিজের থেকে খরচ হবে প্রতি বছরে ১৭০০ কোটি টাকা। প্রযুক্তি আরও উন্নত করে রপ্তানিতে সময় আরও কম করার চেষ্টা করছে কেন্দ্র। বিমানবন্দর এবং বন্দরের কাজকর্মে আন্তর্জাতিক স্তরে সময় কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০১৯–এর ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অন্তর্বর্তী মন্ত্রিগোষ্ঠী এর তত্ত্বাবধান করবে’।