হিন্দী দিবসে ‘এক দেশ এক ভাষা’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের পরেই টুইট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে সেই টুইটে ‘সকল ভাষা সমান সম্মানের’ বলে শাহকে খোঁচা দিয়েছেন তৃণমূল নেত্রী।
শনিবার দুপুরে করা ওই টুইটে মমতা লেখেন, ‘হিন্দী দিবসে সকলকে শুভেচ্ছা। আমাদের উচিত সব ভাষা ও সংস্কৃতিকে সমানভাবে সম্মান জানানো। আমরা অনেক ভাষাই শিখতে পারি কিন্ত মাতৃভাষাকে কখনোই ভোলা উচিত নয়’।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অমিত শাহর মন্তব্য নিয়ে পাল্টা টুইট করে একটি রাজনৈতিক দলের প্রধান হিসাবে প্রতিবাদ জানানোর কাজটি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মাতৃভাষার প্রতি সম্মান জানিয়েছেন তিনি গত জুন মাসেই জাতীয় শিক্ষা নীতির খসড়ায় হিন্দি ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছিল। কিন্তু, তা নিয়ে তীব্র শোরগোল ওঠে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। পরিস্থিতি আঁচ করেই বিষয়টি নিয়ে নতুন করে পদক্ষেপ করেনি কেন্দ্রীয় সরকার। তখনকার মতো সেই বিতর্ক ধামা চাপা পড়ে গেলেও এ দিন ফের তা তুলে দিয়েছেন অমিত শাহ। পাল্টা টুইট করে সেই বক্তব্যকেই খন্ডন করেছেন মমতা।