‘দিদিকে বলো’-তে নিজেদের সমস্যার কথা জানিয়ে উপকৃত হচ্ছেন বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ। পূর্ব মেদিনীপুরের রামনগর ১নং ব্লকের বাসিন্দা সুব্রত জানা এদিন ‘দিদিকে বলো’তে টেলিফোন করে জানান, প্রবল বৃষ্টির ফলে তাঁর জামরা শ্যামপুর গ্রামে বিদ্যুতের তার ঝুলে গিয়েছে। গোটা এলাকায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। তিনদিন হয়ে গেলেও তা সারানো হচ্ছে না। দীঘা ইলেকট্রিসিটি অফিসে লোকজনের অভাব থাকায় বিদ্যুতের তার এভাবে পড়ে রয়েছে। এরপর বিদ্যুৎ পর্ষদকে বিষয়টি জানানো হয়। তারপর তা মেরামত করা হয় এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়।
পূর্ব মেদিনীপুরেরই খাড়ুই ২নং ব্লকের বসিন্দা শেখ জাহির ইকবাল ‘দিদিকে বলো’-তে ফোন করে তমলুক হাসপাতালে আইসিসিইউ বেড পেয়েছেন। তিনি টেলিফোন করে জানান, তাঁর কাকার সেরিব্রাল অ্যাটাক হয়েছে। তাঁর জন্য একটি আইসিসিইউ বেড দরকার। এরপর ‘দিদিকে বলো’ থেকে তমলুক হাসপাতালে আইসিসিইউ বেডের ব্যবস্থা করে দেওয়া হয়। উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা ডেঙ্গু আক্রান্ত রমা মণ্ডলের চিকিৎসার ব্যবস্থা করে দিল ‘দিদিকে বলো’।
আনসার আলি মণ্ডল ‘দিদিকে বলো’-তে টেলিফোন করে বলেন, তাঁর পরিবারের সদস্য রমা মণ্ডলের ডেঙ্গু পজিটিভ ধরা পড়েছে। তাঁকে বারাসত সরকারি হাসপাতাল থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে রেফার করা হয়েছে। কিন্তু তাঁকে সেখানে ভর্তি করা যাচ্ছে না। সেখানে বেড পাওয়া যাচ্ছে না। এরপর ‘দিদিকে বলো’ থেকে উদ্যোগ নিয়ে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাঁর রক্ত পরীক্ষাও হয়েছে। তিনি এখন ভালো আছেন।