কলকাতা লীগের শুরুটা ভালো নাহলেও পরে ছন্দে ফিরেছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান। তবে এরিয়ানের কাছে হারের পর আবার ছন্দ পতন। তবে শেষ পর্বে খেতাবি লড়াইয়ে ফিরে আসতে শুক্রবার মোহনবাগান দুই বিদেশিকে সই করাল। আইএফএ দপ্তরে সই করার পর ছ’ফুট দুই ইঞ্চি লম্বা ক্যারিবিয়ান স্টপার ড্যানিয়েল সাইরাস বলেছেন, ‘মোহনবাগানের সঙ্গে প্রায় এক সপ্তাহ অনুশীলন করে দেশের হয়ে খেলতে গিয়েছিলাম। ক্লাবের রক্ষণের সমস্যা মেটাতে আমি তৈরি।’ অন্যজন স্প্যানিশ তারকা জুলেন।
কলকাতা লীগে নিজেদের কাজ হঠাৎই শক্ত করে ফেলেছে মোহনবাগান। সাতটি ম্যাচ খেলার পরেও তারা আছে পাঁচ নম্বরে। কল্যাণীতে এরিয়ানের কাছে হেরে দুই ধাপ নেমে গিয়েছে মোহন বাগান। ব্যর্থতার গহ্বর থেকে দলকে টেনে তুলতে নিউটাউনের ফ্ল্যাটে শুক্রবার গোটা দিন কিবু ভিকুনা সহকারী টমাসের সঙ্গে আলোচনা করেছেন। বুধবার বিকেলে স্পেন থেকে দিল্লী হয়ে কলকাতায় এসেছিলেন মোহন বাগানের ষষ্ঠ বিদেশি ফুটবলার জুলেন কলিনাস ওলাইজোলা। ৩১ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার রিয়াস সোসিদাদ ‘বি’ দলের হয়ে খেলেছেন। ড্যানিয়েল আগস্টের শেষ সপ্তাহ এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মোহনবাগান টিমের সঙ্গে অনুশীলন করেছিলেন। মোহনবাগানের স্প্যানিশ স্টপার ফ্রান মোরান্তে রবিবার খেলবেন রেনবোর বিরুদ্ধে।
মোহনবাগান টিম ম্যানেজমেন্টের বক্তব্য, ত্রিনিদাদ-টোবাগোর হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলায় কন্ডিশনেই আছেন এই ক্যারিবিয়ান স্টপার। তাই তাঁকে রাখা হবে প্রথম একাদশে। তবে জুলেন হয়তো পরিবর্ত হিসাবে নামবেন। কারণ দলের সঙ্গে প্র্যাকটিস করার সুযোগ তিনি পেয়েছেন মাত্র একদিন। এই মিডিও ডান প্রান্ত দিয়ে অপারেট করেন। মোহনবাগানের স্প্যানিশ স্টপার মোরান্তে ডুরান্ড এবং কলকাতা লিগ মিলিয়ে খেলেছেন দশটি ম্যাচ। লিগেই মোহন বাগান সাত ম্যাচে সাত গোল খেয়েছে। মোরান্তে বেশ সফট স্টপার। ড্যানিয়েল আস্থা জোগাতে পারলে তাঁকে রাখা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এছাড়া মোহনবাগান টিম ম্যানেজমেন্ট মনে করছে যে, বেইতিয়ার মতোই জুলেনও সমর্থকদের কাছে প্রিয় হয়ে উঠবেন। এখন দেখার লীগের বাকি ম্যাচগুলোতে কিভাবে ছাপ ফেলতে পারে সবুজ-মেরুন।